হিন্দু মুসলমান

‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু মুসলমান’

হাসান হামিদ আমরা মানুষ। আজ থেকে অনেক দিন আগে চণ্ডীদাস বলেছিলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।” আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর গানে লিখেছেন, ‘‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু মুসলমান।” আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, “যে দেশে প্রধানত ধর্মের মিলেই মানুষকে মেলায়, অন্য কোন বাধনে তাকে বাঁধতে পারে না, সে দেশ […]

Scroll to top