হাসান হামিদ বেহুলা লক্ষীন্দরের পৌরাণিক কাহিনী যারা পড়েছেন তারা জানেন, চাঁদ সওদাগর বাণিজ্য করার উদ্দেশ্যে লৌহিত্য সাগর পাড়ি দিয়ে চম্পক নগর থেকে উজানি নগর যেতেন। বেশিরভাগ পণ্ডিত মনে করেন, আজ থেকে প্রায় চার হাজার বছর আগে হাওরাঞ্চলেই ছিল লৌহিত্য সাগরের বিশাল জলরাশি। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আছড়িয়ে পড়তো লৌহিত্য সাগরের উত্তাল ঢেউ। এখনো বর্ষায় […]