হাসান হামিদ আমার জন্ম সুনামগঞ্জের হাওরপাড়ের আবিদনগর নামের নিভৃত এক গ্রামে। হাওরের উত্তাল ঢেউয়ের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সেখানকার মানুষদের। ছোটবেলা সেই গ্রামের স্কুলেই আমার পাঠ নেয়া শুরু হয়েছিল অন্য সবার সাথে। আমরা সেখানে হেমন্ত আর বর্ষা বলে পুরো বছরকে দুই ভাগে ভাগ করে ফেলি যাতায়াতের পথসুবিধার বিলিবন্টনে। হেমন্ত মানে শুকনোর সিজনে […]