হাসান হামিদ হাওরের সাথে আমার যে সম্পর্ক, তা এক সময় কেবলই শারীরিক ছিল। সময়ের সাথে সাথে শরীর যখন হাওর এলাকা থেকে লম্বা ছুটি নিয়ে কাজের সুবাধে অন্য সব জায়গায় পড়ে রয়েছে; তখন হাওরের সাথে আমার মনের সম্পর্কটি বেড়েছে গোপনে। আজকাল সেই সম্পর্কটি বড়ো বেশি টের পাই। আর ছুটি পেলেই হাওরে ছুটে যাওয়া। আমার মতো এমন […]