হাসান হামিদ এক ফসলের ওপর নির্ভরশীল আমাদের ভাটির কৃষকরা, আমার ভাইয়েরা; তারা আমারই স্বজন। তারা অনেক দিন ধরেই আধপেট খেয়ে, কেউ কেউ না খেয়ে বেঁচে আছেন। এসবের মাঝে ফোনে যখন আরও একটি ভয়াবহ ব্যাপার জানলাম, আমার সামনে ভেসে ওঠলো কয়েক লাখ অর্ধপেটের শরীর, অসহায় অনেকগুলো চোখ; আমি ধপ করে নিভে যাওয়া কুপির মতো একটা অন্ধকারাচ্ছন্ন […]