হাসান হামিদ এবার ঈদে লম্বা ছুটিতে ছিলাম; একটানা বারো দিন। ঢাকা থেকে সুনামগঞ্জ যাবার যে দীর্ঘ পথ তা অতিক্রমের ক্লান্তির কথা ভেবে নয়, আমি অন্য এক আশংখায় বোধ হয়ে ছিলাম। আর জীবনের কথা ভেবেই আমরা এখন অস্থির থাকি কেমন যেন; কেননা ঠিকঠাক প্রাণ নিয়ে গন্তব্যে পৌঁছানোই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল। দুঃস্বপ্নের প্রতিটা রাতের পর […]