হাসান হামিদ রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি, ‘‘বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে, তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে, তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য’’(বিশ্বভারতী)। প্রকৃত শিক্ষালাভের জন্য বা সঠিক চর্চার জন্য শুধু […]