হাসান হামিদ নাটোরের ঐতিহাসিক রানি ভবানীর বাড়ি ঘুরে এসেছিলাম অর্ধ যুগ আগে। কয়েক দিন আগে পত্রিকার একটি খবরে চোখ আটকে গেল। প্রকাশিত সংবাদে এসেছে, রানি ভবানী দিঘিটিকে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে একটি বানোয়াট চিঠির ওপর ভিত্তি করে! মূলত নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার যোগসাজশে যে কাণ্ড ঘটানো হয়েছে, তা বিস্ময়কর! […]