‘রাসেল অবোধ শিশু তোর জন্য আমিও কেঁদেছিখোকা, তোর মরহুম পিতার নামেযারা একদিন তুলছিলে আকাশ ফাটানো জয়ধ্বনিতারাই দু’দিন বাদে থুতু দেয়, আগুন ছড়ায়আমি ক্ষমা চাই, আমি সভ্যতার কাছে ক্ষমা চাই’।(সুনীল গঙ্গোপাধ্যায়) বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন, ‘শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা ভ্যালেরার থেকেও মহান নেতা’। নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয় ‘পয়েট অফ পলিটিক্স’ […]