হাসান হামিদ ‘রিপোর্ট ১৯৭১’ নামে কবি আসাদ চৌধুরীর একটি কবিতা আছে। সেখানে তিনি লিখেছেন, ‘জনাব উথান্ট, জাতিসংঘ ভবনের মেরামত অনিবার্য আজ। আমাকে দেবেন, গুরু, দয়া করে তার ঠিকাদারী? বিশ্বাস করুন রক্তমাখা ইটের যোগান পৃথিবীর সর্বনিম্ন হারে একমাত্র আমি দিতে পারি যদি চান শিশু ও গলিত খুলি, দেওয়ালে দেওয়ালে শিশুদের রক্তের আল্পনা প্লিজ, আমাকে কন্ট্রাক্ট দিন। […]