জীবনে প্রথমবার আমি রেস্টুরেন্টে ভাত খেয়েছি ১৯৯৮ সালে, তখন ক্লাস ফাইভে পড়ি। গ্রামে বড় হওয়া আমি সেবার থানা পর্যায়ে যেখানে পরীক্ষা কেন্দ্র সেখানকার এক বাড়িতে নয় দিন থেকেছিলাম বৃত্তি পরীক্ষা দেওয়ার নিমিত্তে। যে বাড়িতে থেকেছি সেখানে আমাদের স্কুলের এক শিক্ষক থাকতেন, নাম সীতেশ চন্দ্র তালুকদার। নিতান্ত ভদ্রলোক এই মানুষটি নিজে যে বাসায় ভাড়া থাকতেন, সে […]