হাসান হামিদ আমরা সাধারণ মানুষ। রাজনীতি বা মন্ত্রী এমপি, ঠিকাদার, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এসব আমরা কী আর বুঝি! কিন্তু যখন মানবসৃষ্ট দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন ঘৃণা আর কান্না লুকিয়ে রাখতে ভালো লাগে না। আর যখন অসহায় মানুষদের প্রকৃত পরিস্থিতি লুকিয়ে রাখা হয়, অসামান্যকে সামান্য বলে ঊর্ধ্বতনদের বুঝানো হয়, তখন কষ্টে […]