হাসান হামিদ ঢাকা শহরে আমরা যারা থাকি তারা সবাই মোটামুটি জানি, রাস্তার বেহাল দশার পাশাপাশি আরেকটি জিনিস আমাদের প্রতিদিনের অস্বস্তি ও অস্বাস্থ্য বাড়ানোর জন্য দায়ী। সেটি হলো প্রায় এলাকার রাস্তায়ই জমিয়ে রাখা ময়লার স্তূপ। ঢাকায় যতগুলো মাঠ আছে, তার বেশির ভাগ এখন ময়লার সমুদ্র। আবর্জনার পসরা দেখলে আপনার মনে হবে কবি শামসুর রাহমান যথার্থই লিখেছিলেন— […]