হাসান হামিদ আমি রিকশা করে শিল্পকলা একাডেমি যাচ্ছিলাম। নয়া পল্টনে একটা গলির ভেতর দিয়ে যাওয়ার সময় লক্ষ করলাম, ঝুলন্ত বৈদ্যুতিক তারের বিরাট জটলায় একটা গাড়ি আটকা পড়েছে। শুধু নয়া পল্টন বা মতিঝিল, মিরপুর নয়; এ দৃশ্য রাজধানীর প্রতিটি গলির। রাজধানীজুড়ে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিগুলোতে বিপজ্জনকভাবে তারের জট নয়, এ যেন মৃত্যুদূত ঝুলছে। কয়েকদিন আগে শান্তিনগরে […]