হাসান হামিদ নেলসন মেন্ডেলার একটি কথা আমি আজকাল, এই করোনাকালে বার বার মনে করি। তিনি বলেছেন, ‘‘মনে রেখ তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা কর সময় সবকিছু ফিরিয়ে দিবে’’। আমি ভাবি, আমাদের আর কতোদিন করতে হবে অপেক্ষা! করোনাকালে আমরা যারা ঢাকায় বাসায় বসে হোম অফিস করছি, তাদের গড়ে মাসের মধ্যে দিন দশেক অফিস যেতেই […]