হাসান হামিদ সদ্য স্বাধীন বাংলাদেশ। ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারির সকাল বেলা। মুক্তধারা প্রকাশনীর কর্ণধার চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গনে বটতলায় এক টুকরো চট বিছালেন। তাতে রাখলেন ৩২টি বই। বইগুলো কলকাতা থেকে আনা। সেগুলোই সাজিয়ে সেদিন তিনি আজকের বইমেলার গোড়াপত্তন করেন। আর এই ৩২টি বই ছিলো চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ […]