হাসান হামিদ শুরুতেই গল্প। এক ডাক্তার অনেক আশা নিয়ে আমেরিকায় গিয়ে অনেক চাকরী খোঁজাখুঁজি করে না পেয়ে নিজেই একটি চেম্বার খুলে বসেন। সাইনবোর্ড লাগিয়ে দেন; এখানে সর্বরোগের চিকিৎসা করা হয় মাত্র ২০ ডলারে। বিফলে ১০০ ডলার রোগিকে দেয়া হয়। সাইনবোর্ড দেখে এক আইনজীবী বুদ্ধি আঁটে, এই ডাক্তারের কাছ থেকে কিছু ডলার খসিয়ে নেবে। ডাক্তারের কাছে গিয়ে […]