কবি শামসুর রাহমানের অসংখ্য কবিতায় ঢাকার রূপের উল্লেখ আছে। প্রায় প্রতিদিন কাজে যখন বের হই, এই শহরের কোথাও না কোথাও কিংবা সর্বত্রই নানা অসঙ্গতি চোখে পড়ে। আমার মন পড়ে, বারবার- ‘যেন মৃত্যুর অকস্মাৎ এ শহরে সবক’টি ঘরেদিয়েছে বাড়িয়ে হাত, শহরের প্রত্যেকটি ঘড়িহয়েছে বিকল আর শোক পালনের মতো কটিএখন কোথাও নেই, ভয়ানক নৈঃশব্দের ঝড়েশহর ময়ূর বুকে […]