দুর্ভাবনার নগরী

এই দুর্ভাবনার নগরী আমরা বয়ে বেড়াবো কতদিন?

হাসান হামিদ কবি শামসুর রাহমান অনেক দিন আগে ঢাকা নিয়ে ‘এ-শহর’ নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি ঢাকা শহরের যে দুঃসহ বাস্তবতা তুলে ধরেছিলেন তা এখনো এ নগরীর ক্ষেত্রে প্রযোজ্য:“এ-শহর ট্যুরিস্টের কাছে পাতে শীর্ণ হাত যখন তখন;এ-শহর তালি মারা জামা পায়ে, নগ্ন হাঁটে খোঁড়ায় ভীষণ।এ-শহর রেস খেলে, তাড়ি গেলে হাঁড়ি হাঁড়ি, ছায়ার গহ্বরেপা মেলে […]

Scroll to top