ঢাকা

ধুলোর রাজ্যে ঢাকা বিষাদময়

হাসান হামিদ আমরা যারা ঢাকায় থাকি, নানা কাজে প্রতিদিন বের হতে হয়; তারা আজকাল সবচেয়ে বেশি সম্মুখীন হই সীমাহীন ধুলোবালির। নাক-মুখ বন্ধ হয়ে আসে। সারাবছর রাস্তা খুঁড়াখুঁড়ি করে জমে থাকা মাটি শীতকালে ধুলো হয়ে উড়ে। আর আমরা সাধারণ মানুষ ধুলার রাজত্বে অসহায় হয়ে মুখে অনেকেই মুখোশ পড়ি। এই ধুলার কারণে একদিকে বেড়েছে ভোগান্তি, অন্যদিকে রোগবালাই। […]

এই দুর্ভাবনার নগরী আমরা বয়ে বেড়াবো কতদিন?

হাসান হামিদ কবি শামসুর রাহমান অনেক দিন আগে ঢাকা নিয়ে ‘এ-শহর’ নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি ঢাকা শহরের যে দুঃসহ বাস্তবতা তুলে ধরেছিলেন তা এখনো এ নগরীর ক্ষেত্রে প্রযোজ্য:“এ-শহর ট্যুরিস্টের কাছে পাতে শীর্ণ হাত যখন তখন;এ-শহর তালি মারা জামা পায়ে, নগ্ন হাঁটে খোঁড়ায় ভীষণ।এ-শহর রেস খেলে, তাড়ি গেলে হাঁড়ি হাঁড়ি, ছায়ার গহ্বরেপা মেলে […]

Scroll to top