হাসান হামিদ আমরা যারা ঢাকায় থাকি, নানা কাজে প্রতিদিন বের হতে হয়; তারা আজকাল সবচেয়ে বেশি সম্মুখীন হই সীমাহীন ধুলোবালির। নাক-মুখ বন্ধ হয়ে আসে। সারাবছর রাস্তা খুঁড়াখুঁড়ি করে জমে থাকা মাটি শীতকালে ধুলো হয়ে উড়ে। আর আমরা সাধারণ মানুষ ধুলার রাজত্বে অসহায় হয়ে মুখে অনেকেই মুখোশ পড়ি। এই ধুলার কারণে একদিকে বেড়েছে ভোগান্তি, অন্যদিকে রোগবালাই। […]