হাসান হামিদ অনেক আগে সৈয়দ মুজতবা আলীর লেখায় পড়েছিলাম, “রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি”। আসলেই তাই। কিন্তু আজকাল আশেপাশের বাচ্চাদের আমি বইয়ের চেয়ে মোবাইল বা ট্যাব নিয়ে সারাক্ষণ […]