হাসান হামিদ মহামারি নিয়ে মিসরের কবি নাজিক আল মালাইকার একটা কবিতা আছে। কবিতাটা অনেকটা এরকম, ‘‘কান পেতে শুনো, তাকিয়ে দ্যাখো, মৃদুপায়ে হেঁটে যাচ্ছে ভোরের মিছিল, দশ, বিশ, পঞ্চাশ; বিষাদের বিষে নীল জনপদ হয়েছে ছারখার, লাশগুলো পড়ে আছে বেশুমার। এদের তিরোধানে ঝরছে না অশ্রু কোনো শোকগাঁথায় হচ্ছে না কেউ অন্যমনস্ক মুহূর্তের মৌণতায়, মৃত্যুর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে […]