হাসান হামিদ নারীরা এখন কোথায় নিরাপদ বলুন! না ঘরে, না বাইরে। প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতন, ধর্ষণ এসবের সংবাদ প্রকাশিত হয়। দিন দিন এই ধরনের অপরাধ বাড়ছে। আজকাল প্রায়ই গণপরিবহনে নানারকম বিশৃঙ্খলা আর যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের কথা শোনা যায়। কষ্টের ব্যাপার হলো, এই নৈরাজ্য অবসানের জন্য কোনো পক্ষকেই (সরকার কিংবা পরিবহন মালিক) পদক্ষেপ […]