হাসান হামিদ আমার গ্রামের বাড়ি থেকে কেউ যখন ফোন করে বলে যে, খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন; তখন একটি মুখ আমার চোখের সামনে ভেসে উঠে, সে মুখটি আমাদের খাদ্যমন্ত্রীর। আমার খুব অবাক লাগ; এ দেশের রাজনীতির বড় মানুষগুলো কিছুতেই স্বীকার করেন না যে, কোন সংকট এখানে আছে। অথচ আমার হাওরে বাড়ি, আমি জানি কী […]