হাসান হামিদ বার্লিন প্রবাসী বাংলাদেশের নির্বাসিত কবি দাউদ হায়দার করোনাকালে ছোট ছোট কিছু কবিতা লিখেছেন। এর কয়েকটি আমি পড়েছি। একটি কবিতায় তিনি লিখেছেন, ‘‘বলো হে ঈশ্বরী পাটনী, কীভাবে তোমার সন্তান বাঁচবে দুধেভাতে মুমূর্ষু বিশ্বদেশে? যেদিকে তাকাই তীক্ষ্ণ মৃত্যুবাণ। বাঁচার সমস্ত পথ রুদ্ধ, বাঁচাও দুঃসহ বদ্ধ পরিবেশে। জীবন নিমেষে উধাও, বাতাস বিষমাখা খাদ্যাভাব ঘরে ঘরে, দূষিত […]