হাসান হামিদ ডেঙ্গু নিয়ে গত কয়েক বছর ধরে আমাদের মনে ভয়ানক ভয় ঢুকেছে। এই ভয়ের যথার্থ কারণও আছে। আমি যে অফিসে কাজ করতাম, সেখানে আমাদের এক সিনিয়র কলিগ রীতিমতো একটা ছোট চার্জার ফ্যান তার টেবিলের নিচে সার্বক্ষণিক চালুর ব্যবস্থা করেছিলেন! ডেঙ্গু এভাবেই আমাদের কাছে এক আতঙ্ক হয়ে গেছে। এখন করোনাকাল চলছে। এর মধ্যে পত্রিকায় দেখলাম, […]