হাসান হামিদ সোজা কথায় কমোডিটি এক্সচেঞ্জ (commodity exchange) মানে হল পণ্য বিনিময়। আমাদের দেশের জনসংখ্যা অনেক। তাদের জন্য ভোগপন্যের বিশাল বাজারও রয়েছে। অর্থাৎ কমোডিটি মার্কেট আছে। কিন্তু এখানে কোনো কমোডিটি এক্সচেঞ্জ হয়নি এখনও। অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ১৯৯৩ সালে কমোডিটি এক্সচেঞ্জ চালু হয়। আর চীনে এটি শুরু হয় ২০০২ সালে, পাকিস্তানে ২০০৭ সালে […]