হাসান হামিদ রাত এগারোটা বাজে। বেইলি রোডে আমি আর রুনা ঘুরছি, ঈদের আগের রাত। বন্যার পানি মতো হু হু করা মানুষের ভীড়। এই ভীড় ঠেলে আমরা নিয়েছি কিছু টাওয়েল, মিনি সাইজের কাঁথা, বালিশ এসব। কয়েক সপ্তাহ পর প্রথম বাবা হব, এমন দুর্দান্ত অনুভূতি আমার ভেতরে। আশেপাশের সবকিছু কচি লেবুপাতা রঙয়ের মতো কোমল মনে হচ্ছিল। অনাগত […]