সেদিন বিমানটি আকাশে মাছের সঙ্গে কীভাবে ‘ধাক্কা’ খেয়েছিল?
অবাক হলেও এটা সত্যি!
সেদিন মাঝ আসমানে একটি বিমান ধাক্কা খেয়েছিল একটা মাছের সাথে! কিন্তু কীভাবে? আকাশে মৎস্যকূলের বসবাস আছে বলে তো শুনিও নি কোনোদিন। আসলেই আলাস্কা এয়ারলাইন্সের ইতিহাসে দারুণ কিংবদন্তি গল্প হলো এই ‘মাছকে আঘাতকারী বিমানের ঘটনা’।
১৯৮৭ সালে বিশ্বজুড়ে এই গল্পটি শিরোনাম হয়েছিল, আর তা সম্পূর্ণ সত্য। বিশ্বের বড় বড় পত্রিকায় এ নিয়ে লেখাও প্রকাশ হয়েছিল। ঘটনার দিন ৩০ মার্চ, ১৯৮৭ সাল, সোমবার। পত্রিকা বলছে, জুনাউ থেকে রওনা হওয়া ‘আলাস্কা এয়ারলাইন্স ৭৩৭-২০০’ একটি বড় মাছের সাথে ধাক্কা খেয়েছিল।
বিমানটি যখন মধ্য আকাশে তখন একটি ঈগল এটির সামনে পড়ে। আর সে আঁকড়ে ধরেছিল মাছটি। ঈগল সম্ভবত বিরাট আকারের পাখি (!) সামনে দেখে ভয় পেয়ে যায়। যদিও তেমন আঘাত করেনি তাকে কেউ, তবু সে মাছটি ফেলে দেয়। আর মাছটি ককপিটের জানালার ঠিক পিছনে বিমানটিকে ধাক্কা দেয়। ঈগল দৃশ্যত আঘাত থেকে রক্ষা পেয়েছিল।
এই ঘটনার কারণে প্রায় এক ঘন্টা আলাস্কা এয়ারলাইন্সের এই ফ্লাইট বিলম্বিত হয়েছিল। কারণ পরে বিমানটি কী পরিমাণ ক্ষতি হলো তা দেখার জন্য পরিদর্শন করা হয়। বিমানটির পরবর্তী স্টপেজে একজন মেকানিককে পাঠানো হয়, উত্তর-পশ্চিমে ২০০ মাইল দূরে ইয়াকুটাতে। দেখা যায়, মাছটি সুশিতে পরিণত হয়েছে।
জুনাউ বিমানবন্দরের ব্যবস্থাপক পল বোয়ার্স এ সম্পর্কে বলেন, ”তারা কিছু আঁশযুক্ত একটি চর্বিযুক্ত স্থান খুঁজে পেয়েছেন, কিন্তু কোনো ক্ষতি হয়নি। বিমানবন্দরের মুখপাত্র আরও বলেছেন, মাছটিকে একটি ঈগল দ্বারা ফেলে দেওয়া হয়েছিল, যা দৃশ্যত আঘাত থেকে রক্ষা পেয়েছে।