তোমাকে চেনা অতো সহজ নয়।
শামুকের মতো তোমার হেঁটে যাওয়া দেখলে সব থেমে যায়;
তোমার কপট হাসি সবাইকে মোহাচ্ছন্ন করে দেয়,
তাছাড়া তোমার তথাকথিত এলিট শ্রেণির আচরণ,
নাভি উদোম রেখে পড়া গাঢ় লাল জামদানি,
আধখোলা খোপা, কাচের সবুজ চুড়িগুলোও খুব টানে;
তোমার নাচের মুদ্রা সবার চোখ আটকে দেয়,
গানের গলা নাবালিকা সাপের মতো মন্ত্রমুগ্ধ করে,
কফির পেয়ালায় নিঃশব্দ আলতো চুমুক, সোফায় গা এলিয়ে বসা,
সবকিছুই আশেপাশের সবাইকে মুগ্ধ করে !
তোমার সুনিয়ন্ত্রিত শব্দ প্রয়োগ, ভাষার অনুপম ব্যবহার,
মার্জিত বাচনভঙ্গি; আরোপিত প্রবল ব্যক্তিত্ব
সবাইকে একটা পরিষ্কার অস্বচ্ছতার মাঝে রাখে;
তোমার সূক্ষ্ম রুচিবোধ, উচ্ছল উদারতা,
প্রাক্কলিত পরিমিতিবোধ, যে কাউকেই আকর্ষণ করে;
তোমার সুচতুর কর্মপদ্ধতি, সামাজিক মিথষ্ক্রিয়া
অনেকের কাছে মহাবিস্ময়, অনুকরণীয় বটে !
তোমারএই অবয়ব দীর্ঘ দিনের তৈরি;
রাজমিস্ত্রিরা যেভাবে একটার পর একটা
সিরামিকের ইট গেঁথে হোয়াইট সিমেন্ট আর
মার্বেল পাথর দিয়ে সুদৃশ্য ইমারত সাজায়-
ঠিক সেভাবেই তুমি তিলে তিলে
তোমার এই আরোপিত ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করেছো
নিজেই জানো কতোটা জিতেছো আর কতোটা হেরেছো!